কাঁদি কেন জানিস ? যাচ্ছি বলে না,
আসছে বাছর আবার হবে তাই!
আবার এসে দেখব তোরা আমানুষ-ই র'য়ে গেছিস!

বিজয়া

বিজয়া

বিজয়া

মা আসে মা যায়,
সবই মায়ের ইচ্ছায়ে,
দেখতে চায়ে নিজেকে,
মানুষের আয়নায়,
দেখে বলে "একি হায়!মানুষ মানুষকে খায়!",
তাই বলে "বিজয়া" দশমীর সন্ধ্যায়,
বছর বছর ধরে এজিনিস হয়ে যায়,
মানুষ থেকে যায় মানুষেরই আঙিনায়ে,
শুভ বিজয়াতে মায়ের কি এসে যায়,
মনের বিজয়া হল আর কোথায় ।।

আবারতো লাঠালাঠি হিংসা ও মারামারি,
সুচাগ্র জমি নিয়ে কতোইনা টানাটানি,
হাসাহাসি কাশাকাশি হানাহানি কানাকানি,
আমার পিছনে তোরা কি করিস সবিজানি ।।

দুর্গতিনাশ নাকি দুর্গার নাশ!
তোদের মহলে থেকে প্রাণ হাঁসফাঁস!
ঢাকঢোল বাজনায়,
কানে তালা লেগে যায়,
আলোর ঝলকানি,
চোখে পরে যায় ছানি,
প্রতি রাতে উরে যায় লাখলাখ কোটি টাকা,
ফুটপাথে পড়ে থাকে আধমরা ভিখারিটা ।।

বড়লোক ছোটলোক মেজলোক সেজলোক,
সব ভুলে ঘুরে দেখ হৃদয়র মনলোক,
মাটির মুর্তি ছেরে নিজেকে পুজো কর,
বিবেকের আগুনে লাফ দিয়ে পুড়ে মর,
ত্রিনয়ন খুলে দেখেনে সবই মায়া,
সেইদিন জানবি হল তোর বিজয়া ।।

                                                                                            পি.মুখার্জ্জী